News71.com
 International
 29 Aug 16, 05:18 PM
 316           
 0
 29 Aug 16, 05:18 PM

আরব আমিরাতে ডিজেলের দাম ২.২৭% কমছে।।

আরব আমিরাতে ডিজেলের দাম ২.২৭% কমছে।।

আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে ডিজেলের দাম ২.২৭% কমছে আর পেট্রলের দাম বাড়ছে ১.২২%। গতকাল রবিবার (২৮ আগস্ট) আমিরাতের মিনিস্ট্রি অব এনার্জির সিদ্ধান্ত মোতাবেক পেট্রল ও ডিজেলের এ নতুন দাম নির্ধারণ করে ঘোষণা দেওয়া হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে সেখানে।

তিন ক্যাটাগরির পেট্রলে সুপার ৯৮ প্রতি লিটার ১.৭৩ দিরহাম থেকে  ১.৭৫ দিরহাম, স্পেশাল ৯৫ প্রতি লিটার ১.৬২ দিরহাম থেকে ১.৬৪ দিরহাম হবে আর ইপ্লাস ৯১ প্রতি লিটার ১.৫৫ দিরহাম থেকে বেড়ে প্রতি লিটার ১.৫৭ দিরহাম হবে। অর্থাৎ প্রতি লিটারে চলতি আগস্ট মাসের দাম থেকে লিটার প্রতি দুই ফিলস (বাংলাদেশি ০.৪৩ টাকা বা ৪৩ পয়সা) বৃদ্ধি পাবে। অর্থাৎ গড় মূল্য ১.২২% বৃদ্ধি হবে।

অন্যদিকে, ডিজেলের দাম প্রতি লিটার ১.৭৬ দিরহাম থেকে কমিয়ে প্রতি লিটার ১.৭২ করা হয়েছে। লিটার প্রতি চার ফিলস (৮৬ পয়সা বা ০.৮৬ টাকা) কম করা হয়েছে। অর্থাৎ চলতি আগস্ট মাস থেকে ২.২৭% কম করা হয়েছে।

প্রসঙ্গত, আমিরাতে প্রায় সব ছোট গাড়ি পেট্রলে চলে আর বাস, ট্রাক থেকে শুরু করে যাবতীয় মেশিনারি চলে ডিজেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন