News71.com
 International
 29 Aug 16, 01:11 PM
 382           
 0
 29 Aug 16, 01:11 PM

কানাডার এক হাসপাতালে বাচ্চা বদল, ৪১ বছর পর ফাঁস ।।

কানাডার এক হাসপাতালে বাচ্চা বদল, ৪১ বছর পর ফাঁস ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ৪১ বছর আগে কানাডার এক হাসপাতালে বাচ্চা বদলের ঘটনা ঘটে। এরপর কানাডার প্রত্যন্ত অঞ্চলের ঐ বাচ্চারা বেড়ে উঠেছেন একে অন্যের পরিবারে। ৪১ বছর আগে তাদের জন্মের সময় হাসপাতালে অদল-বদল হয়ে ভিন্ন পরিবারে চলে যান তারা। সম্প্রতি ডিএনএ পরীক্ষায় বিষয়টি ধরা পড়েছে ।

সূত্রে জানা গেছে, কানাডায় দ্বিতীয়বারের মতো এমন ঘটনা সামনে এলো। কানাডার ক্রি উপজাতির অন্তর্ভুক্ত লিওন স্যানসন ও ডেভিড তাইত- ২জনেই এক শহরে বাস করেন। ৫ হাজার জনগোষ্ঠীর ছোট শহরে একে অপরের বন্ধুত্বও অনেক দিনের। ৪১ বছর পর তারা নিজেদের এ পরিচয় জানতে পেরে হতবিহ্বল হয়ে পড়েছেন। এক সংবাদ সম্মেলনে কেঁদে ফেললেন ২জনেই। এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের নভেম্বরে হাসপাতালে অদল-বদল হওয়ার এমন একটি ঘটনা প্রথম প্রকাশিত হয় ।

ওই ঘটনাতেও জন্মের পরপরই হাতবদলে একে অন্যের পরিবারে চলে যান লিউক মনিয়াস ও নরম্যান বার্কম্যান। লিউক ও নরম্যানের ঘটনার পর স্যানসন ও তাইত নিজেদের ডিএনএ পরীক্ষা করেন। কানাডার স্বাস্থ্যমন্ত্রী জেই ফিলপট বলেছেন, ‘এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, উপজাতিদের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন দরকার।’ তিনি এ ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন ।

এদিকে সংবাদ সম্মেলনে অশ্রুবিগলিত স্যানসন ও তাইত বলেন, ‘এ ঘটনায় আমরা উদ্ভ্রান্ত, বিহ্বল ও ক্রুদ্ধ। আমাদের সঙ্গে যা কিছু খারাপ হয়েছে, তার জবাব চাই।’ তাইত বলেন, ‘আমরা এতদিন যাদের বাবা-মা-ভাই বলে এসেছি, তারা ঠিকই থাকবেন। শুধু নতুন একজন বাবা-মা-ভাই পেয়েছি।’ জানা গেছে, ২ পরিবার একসঙ্গে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন