News71.com
 International
 29 Aug 16, 12:19 PM
 358           
 0
 29 Aug 16, 12:19 PM

কলম্বিয়ায় যুদ্ধবিরতির ঘোষণা বিদ্রোহী ফার্কের ।।

কলম্বিয়ায় যুদ্ধবিরতির ঘোষণা বিদ্রোহী ফার্কের ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ অর্ধশতাব্দীর বৈরীতার পর অবশেষে আসলো আনুষ্ঠানিক ঘোষণা। কলম্বিয়ার বামপন্থী বিদ্রোহী সংগঠন ফার্ক সোমবার মধ্যরাত থেকে তাদের সবসেনাকে যুদ্ধবিরতির নির্দেশ দেয়।

বিশ্বের সবচেয়ে দীর্ঘসময়ের বিদ্রোহের মধ্যে একটির অবসান ঘটলো। ৫২ বছর ধরে এই বিরোধের অবসান ঘটলো। চার বছর ধরে কিউবায় এই শান্তি আলোচনা চলছিলো।

কয়েক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক ‍চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। ফার্কের নেতা রদ্রিগো লন্ডনো বলেন, আর কখনো বাবা-মা’রা যুদ্ধে নিহত শিশুদের কবর দিবেন না। আমাদের সব শত্রুতার অবসান হয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন