
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী কবি শহীদ কাদরী মারা গেছেন। নিউ ইয়র্কের নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে আজ রবিবার সকাল ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবিপত্নী নীরাকাদরী এই বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর।
শহীদ কাদরী বিগত ১৯৪৭ এর পরবর্তীকালের বাংলা সংস্কৃতির বিখ্যাত কবিদের মধ্যে একজন যিনি নাগরিক-জীবন-সম্পর্কিত শব্দ চয়ন করে নাগরিকতা ও আধুনিকতাবোধের সূচনা করে বাংলা কবিতায় সজীব বাতাস বইয়ে দিয়েছেন। তিনি আধুনিক নাগরিক জীবনের প্রাত্যহিক যন্ত্রণা ও ক্লান্তির অভিজ্ঞতাকে কবিতায় রূপ দিয়েছেন। ভাষা, ভঙ্গি ও বক্তব্যের তীক্ষ্ণ শাণিত রূপ তাঁর কবিতাকে বৈশিষ্ট্য দান করেছে। তাঁর কবিতায় অনূভূতির গভীরতা, চিন্তার সুক্ষ্ণতা ও রূপগত পরিচর্যার পরিচয় সুস্পষ্ট।