
আন্তর্জাতিক ডেস্কঃ ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর হামলাকারী সন্ত্রাসীদের মধ্যে চারজন বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। আজ রোববার (২৮ আগস্ট) ভোরে পাকিস্তানের লাহোরে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) সঙ্গে সন্ত্রাসীদের বন্দুক যুদ্ধ হয়। এ সময় মিয়া টাউন বুর্জের ঘটনাস্থলে চার সন্ত্রাসী নিহত হয়। তবে আরও চার সন্ত্রাসী পালিয়ে যায়।
এ ব্যাপারে পাঞ্জাব পুলিশের সিটিডি বিভাগের একজন মুখপাত্র বলেন, ‘রোববার ভোররাতে পুলিশের ওপর হঠাৎ আক্রমণ চালায় সন্ত্রাসীরা। পুলিশের পাল্টা গুলিতে চার সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হয়। চারজন অন্ধকারে পালিয়ে যায়। নিহত চারজনের পরিচয় মিলেছে। তারা হলো যুবায়ের আলিয়াস নায়িক মুহাম্মদ, আবদুল ওয়াহাব, আদনান এরশাদ ও আতিকুর রহমান। তারা চারজন ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলায় জড়িত ছিল। পাশাপাশি ২০০৮ সালে লাহোরের মুন মার্কেটের হামলায়ও জড়িত ছিল।’
২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার সময় শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসে সন্ত্রাসী হামলা হয়। সে সময় ছয় পুলিশ নিহত হওয়ার পাশাপাশি লঙ্কান তিন ক্রিকেটার আহত হন। এরপর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট একরকম প্রায় নিষিদ্ধই।