
নিউজ ডেস্কঃ মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার আমন্ত্রণে হোয়াইট হাউসে কবিতা আবৃত্তি করতে যাচ্ছেন লগ্নজিতা মুখোপাধ্যায় নামের এক বাঙালি-কন্যা। আগামী ৮ সেপ্টেম্বর হোয়াইট হাউসে হতে চলেছে 'স্টুডেন্টস পোয়েট্রি সেলিব্রেশন'। কলকাতায় জন্ম নেয়া লগ্নজিতা এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ডাক পেয়েছেন হোয়াইট হাউস থেকে।
কয়েক মাস আগেই লগ্নজিতার কবিতার বই প্রকাশিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসিতে। কবিতা লেখার সুবাদে লগ্নজিতা পেয়েছেন ন্যাশভিলের 'পোয়েট অ্যাম্বাসাডর' শিরোপা। টেনেসি প্রদেশের প্রথম 'ইয়ুথ পোয়েট লরিয়েট' মাইলফলকটিও তার পকেটে। আমেরিকায় নানা অনুষ্ঠানে প্রতিষ্ঠিত সাহিত্যিকদের মতোই আমন্ত্রণ পান কবিতা পাঠের জন্য। এবার সেই আমন্ত্রণ পেলেন হোয়াইট হাউস থেকে।
কলেজপড়ুয়া লগ্নজিতা মুখোপাধ্যায়ের বয়স এখনও কুড়ি পেরোয়নি! লেখার প্রতি লগ্নজিতার ঝোঁক ছোট থেকেই। ৬ বছর বয়সে কলকাতা থেকে আমেরিকায় পাড়ি দেয়া। অল্পবয়স থেকেই পড়াশোনার পাশাপাশি চলেছে কবিতা লেখা।