News71.com
 International
 28 Aug 16, 05:56 PM
 339           
 0
 28 Aug 16, 05:56 PM

তুর্কি হামলায় সিরিয়ায় ২০ বেসামরিক নাগরিকের মৃত্যু ।।

তুর্কি হামলায় সিরিয়ায় ২০ বেসামরিক নাগরিকের মৃত্যু ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ  তুরস্কে গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত ২০ জন বেসামরিক সিরীয় নাগরিকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে এই ঘটনা ঘটে। গত পাঁচ দিন ধরে সিরিয়ার ভেতরে ঢুকে ইসলামিক স্টেট (আইএস) ও কুর্দি বিদ্রোহীদের ওপর হামলা চালাচ্ছে তুর্কি বাহিনী।

সিরিয়ার সীমান্তবর্তী একটি শহরে লড়াইয়ে তুর্কি সেনা নিহত হওয়ার পর বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটল। এই ঘটনায় আরো অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সেনাদের ওপর হামলার জন্য কুর্দি যোদ্ধাদের দায়ী করেছে আঙ্কারা। কুর্দিদের হাত থেকে শহরটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে তুরস্ক।

লন্ডনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মুখপাত্র রামি আব্দেল রহমান জানান, রবিবার সকালে জেব এল সুসসায় গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত ২০ জন নিহত ও ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

সিরিয়ার ওই এলাকা থেকে আল জাজিরার সাংবাদিক হাশেম আহেলবাররা জানিয়েছেন, সেনাসদস্য নিহত হওয়ার পর গত কয়েকদিনে হামলা জোরদার করেছে তুর্কি বাহিনী। তুরস্ক বলছে কুর্দি ওয়াইপিজি যোদ্ধাদের হামলায় তাদের সেনাসদস্য নিহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন