News71.com
 International
 28 Aug 16, 03:19 PM
 392           
 0
 28 Aug 16, 03:19 PM

আরো শক্তিশালী হচ্ছে গ্যাস্টন

আরো শক্তিশালী হচ্ছে গ্যাস্টন

 

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন জাতীয় হেরিকেন কেন্দ্র(এনএইচসি) বলেছে, আটলান্টিকের দক্ষিণ-পূর্বে অবস্থিত বারমুডায় গ্রীষ্মমণ্ডলীয় ঝড় গ্যাস্টন শক্তি সঞ্চয় করে গতকাল(২৭আগস্ট) শনিবার রাতে হারিকেনে রূপ নিয়েছে।

মায়ামি ভিত্তিক এনএইচসি বলেছে, গ্যাস্টন ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ মাইল বেগে প্রবাহিত হচ্ছিল। এই গ্যাস্টন চলতি আটলান্টিক মৌসুমের তৃতীয় হারিকেন। আর গত বৃহস্পতিবার এটি হারিকেনে রূপ নেয়। এরপরে আবার গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়। গ্যাস্টনের এই কেন্দ্রটি বারমুডা থেকে ৬৫৫ মাইল পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। আর এটি ঘণ্টায় ৮ মাইল বেগে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সোমবার হারিকেনটি উত্তর দিকে যাবে।

আর এনএইচসি উপকূলে একটি পর্যবেক্ষণ বা সতর্কতা জারি করেছে। আবার এরই মধ্যদিয়ে সতর্ক করা হয়েছে যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্যাস্টন আরো শক্তি সঞ্চয় করতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন