
আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘদিনের বৈরীতা ভুলে চীনের সঙ্গে সুসম্পর্ক তৈরী করতে আশাবাদী ভ্যাটিকান সিটি। রবিবার রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ পদস্থ কূটনীতিক এই আশাবাদ ব্যক্ত করে। তিনি বলেন, সম্পর্কোন্নয়নে পুরো বিশ্ববাসীরই লাভ হবে।
১৯৫১ সালের চীনে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পর থেকেই ভ্যাটিকানদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। চীনে তারা নিজেদের গির্জা তৈরি করে এবং পাদ্রী নিয়োগ দেয়। এরপর অর্ধশতাব্দী ধরে এই শীতল সম্পর্কই চলে আসছে। সম্পর্ক ঠিক করতে উদ্যোগ নিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
সম্প্রতি দেয়া এক বক্তব্যে তিনি বলেন, চীনের সঙ্গে নতুনভাবে সম্পর্ক তৈরির আশা রয়েছে। এতে করে শুধু ক্যাথলিকরাই উপকৃত হবেন না, বরং চীনের অত্যন্ত ঐতিহ্যবাহী সভ্যতাসহ পুরো বিশ্ব লাভবান হবে।’
ভ্যাটিকানই একমাত্র পশ্চিমা দেশ যাদের সঙ্গে চীনের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ভ্যাটিকানের কূটনীতিবিদ প্যারোলিন স্পষ্ট করে বলেন, তারা চীনের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক তৈরিতে বদ্ধ পরিকর।