
আন্তর্জাতিক ডেস্কঃ প্যারাগুয়েতে বিদ্রোহীদের হামলায় অন্তত আটজন সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো দো ভারগা। তিনি বলেন, শনিবার রুটিন মাফিক পেট্রোলের সময়ই তাদের উপর ভারী গোলাবারুদ নিয়ে হামলা করে বিদ্রোহীরা। হামলাকারীরা বিদ্রোহী সংগঠন ‘প্যারাগুয়েন পিপলস আর্মি’।
দেশটির রাজধানী আসনসিও থেকে ৫০০ কিলোমিটার দূরে আরোয়িতো গ্রামে এই ঘটনা ঘটে। রুটিনমাফিকভাবেই সেনারা যেখানে পেট্রলিং করতো সেখানে বোমা স্থাপন করে রাখে। সেই বোমাতেই নিহত হয় সেনারা।
ইপিপিতে মাত্র ৫০ থেকে ১৫০ জন বিদ্রোহী রয়েছে বলে জানান স্বরাষ্টমন্ত্রী। এখন পর্যন্ত তাদের হামলায় ৫০ জনের মতো মানুষ মারা গেছে।