News71.com
 International
 27 Aug 16, 10:10 PM
 397           
 0
 27 Aug 16, 10:10 PM

বার্মিংহামে বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড মোতায়েন ।।

বার্মিংহামে বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড মোতায়েন ।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের বার্মিংহামের একটি এলাকায় বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। সেখানে পাঁচজনকে গ্রেফতার করার পর সেনাবাহিনীর স্কোয়াডটি মোতায়েন করা হয়। গ্রেফতারকৃত পাঁচ জন সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে ধারনা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, স্ট্যাফোর্ডশায়ারের স্টক এলাকা থেকে ৩২ ও ৩৭ বছর বয়সী দুই ব্যক্তিকে গ্রেফতার করার পর বার্মিংহাম থেকে ১৮, ২৪ ও ২৮ বছর বয়সী আরো তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারের পর পূর্ব সতর্কতা হিসেবে বার্মিংহামের লি ব্যাঙ্ক এলাকায় মোতায়েনের জন্য সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলকে ডাকা হয়।

দমকল বাহিনী জানিয়েছে, অভিযানে তারা পুলিশকে সহযোগিতা দিচ্ছে। ব্রিটেন এখন দ্বিতীয় সর্বোচ্চ ‘সিভিয়ার’ সতর্কাবস্থায় রয়েছে। এর মানে হল, একটি আক্রমণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন