
আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার পার্লামেন্ট থেকে সড়ে দাঁড়ালেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা স্টিফেন হারপার। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় একথা জানান তিনি।
তবে ঠিক কি কারণে তিনি পদত্যাগ করেছেন সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। উল্লেখ্য ২০০৬ সালের ফেব্রুয়ারিতে মডার্ন কনজারভেটিভ পাটির প্রথম প্রার্থী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হারপার। ২০১৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি।