
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার যুদ্ধ বন্ধে প্রতিপক্ষ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আলোচনায় সুস্পষ্ট অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেছেন, ছোটখাটো ইস্যু এখনও সমাধান করা বাকি রয়েছে। জেনেভায় মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক চলাকালে জন কেরি গতকাল শুক্রবার এই কথা বলেন।
তিনি বলেছেন, আমরা দু’পক্ষই সিরিয়ার যুদ্ধবন্ধে আলোচনায় একটি সিদ্ধান্তের কাছাকাছি এসে পৌঁছেছি। কিন্তু এখনই কোনও চুক্তিতে পৌঁছানো যায়নি।
জন কেরি ও সের্গেই লাভরভের আলোচনা তখনই শুরু হলো যখন সিরিয়ার রাজধানী দামাস্কাসের উপকণ্ঠ দারায়ার অবরোধ তুলে নিলো সিরিয়ার সরকারি বাহিনী। চার বছর ধরে চলে আসা গৃহযুদ্ধে দারায়ার নাগরিকরা আটকা পড়েন। অবরোধ শিথিল করায় রেডক্রস আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে।
তিনি আরও বলেছেন, আমরা আলোচনায় কয়েক ধাপ আগালেও সামনের দিনগুলোতে আরও আলোচনার সুযোগ রয়েছে।