
আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মিরের শ্রীনগরে ৪৯ দিন ধরে কারফিউ চলেছে। নিষেধাজ্ঞা সত্যেও বিচ্ছিন্নতাবাদীরা আজ শুক্রবার জুমার নামাযের পর শ্রীনগরে সমাবশের ঘোষণা দেয়। জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে কাশ্মির উপত্যকায়। এই বিচ্ছিন্নতাবাদীরা নতুন করে আন্দোলনের ডাক দেয়ায় পুলওয়ামা, শপিয়ান, অনন্তনাগসহ কাশ্মিরের বিভিন্ন এলাকায় কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে।
জানা গেছে, গত ৮ জুলাই বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানিকে নিরাপত্তা বাহিনী হত্যার পর কাশ্মিরে ব্যাপক আন্দোলন শুরু হয়। নতুন করে পত্তম, বড়োমুল্লাহ, হ্যান্ডোয়ারায় কারফিউ জারি করা হয়েছে। এই কারফিউ চলাকালে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে ৬৯ জন নিহত হয়েছেন আর ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এই ঘটনায় বন্ধ রয়েছে দোকানপাট, বেসরকারি অফিস, হাসপাতাল,শিক্ষা প্রতিষ্ঠান, পেট্রোল পাম্প। মোবাইলে ইন্টারনেট সার্ভিস বন্ধ রাখা হয়েছে।
আজ শুক্রবার কাশ্মির সফর করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, বর্তমান অচলাবস্থা কাটানোর জন্য আলোচনা শুরু করতে সরকার প্রস্তুত রয়েছে।