
আন্তর্জাতিক ডেস্ক: আবার ভয়ংকর বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্ক। আজ শুক্রবার সকালে সিজর প্রদেশে পুলিশ সদর দফতরে গাড়িবোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এতে করে এই ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৭০ জন এরও বেশি৷ এই ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
কিন্তু এখন পর্যন্ত কােন জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে যেভাবে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা দেখে মনে করা হচ্ছে আইএস জঙ্গিরা এর পিছনে থাকতে পারে। এই নিয়ে গত দেড় মাসে তুরস্কে ৪ টি বিস্ফোরণের ঘটনা ঘটল।
তুরস্ক প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জঙ্গি কার্যকলাপ যে কোন মূল্যে বন্ধ করতে সরকার প্রস্তুত। সেজন্য সবরকম পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। বস্তুত আইএস জঙ্গি সংগঠনের বিরুদ্ধে তুরস্ক প্রশাসন যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে, তার জন্যই এই ধারাবাহিক হামলার ঘটনা বলে আশঙ্কা।