
আন্তর্জাতিক ডেস্কঃ ভিয়েতনামের একটি ধানক্ষেতে একটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানটির প্রশিক্ষণার্থী পাইলট নিহত হয়েছেন। জুন থেকে এই নিয়ে তৃতীয়বারের মতো সামরিক বিমান দুর্ঘটনা ঘটল। সবগুলো দুর্ঘটনাতেই প্রাণহানি হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি দক্ষিণ-মধ্য ভিয়েতনামে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে চালক ছাড়া অন্য কোনৌ আরোহী ছিলেন না। এ বিষয়ে প্রভিন্সিয়াল পিপলস কমিটির প্রধান প্রশাসক হো থাই নগুয়েন থাও বলেন, এল৩৯ জঙ্গিবিমানটি বিমানবাহিনীর প্রশিক্ষণ কলেজের। উপকূলীয় ফু ইয়েন প্রদেশে ওই কলেজটি অবস্থিত। কলেজটির কাছেই বিমানটি বিধ্বস্ত হয়েছে।
তিনি আরো জানান, ভিয়েতনামের বেসামরিক বিমান খাতের খুব ভালো নিরাপত্তা রেকর্ড রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক বিমানের বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য, গত জুন মাসে প্রশিক্ষণ মিশন চলাকালে একটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়। এ সময় বিমানটিতে ২জন চালক ছিলেন। এদের মধ্যে একজনকে উদ্ধার করা হয়।
উত্তরাঞ্চলীয় এনঘে প্রদেশের উপকূলে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনার কয়েক দিন পর একজন নিখোঁজ চালককে উদ্ধার করতে গিয়ে আরেকটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়। এতে জঙ্গি বিমানের ৯ আরোহীর সকলেই প্রাণ হারান।