News71.com
 International
 26 Aug 16, 06:04 PM
 343           
 0
 26 Aug 16, 06:04 PM

বেলজিয়ামে স্পোর্টস সেন্টারে বিস্ফোরণ ।। একজন নিহত

বেলজিয়ামে স্পোর্টস সেন্টারে বিস্ফোরণ ।। একজন নিহত

 

আন্তর্জাতিক ডেস্কঃ  বেলজিয়ামের দক্ষিণাঞ্চলে একটি স্পোর্টস সেন্টারে গ্যাস বিস্ফোরণে একজনের মৃত্যু ও অপর দুইজন গুরুতর আহত হয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা শুক্রবার বার্তা সংস্থা বেলগাকে একথা জানান। ব্রাসেলস থেকে ১১০ কিলোমিটার দক্ষিণে শিমে শহরে স্থানীয় সময় মাঝরাতের পরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, সেসময়ে ভবনটিতে পাঁচ জন ছিলেন। দুজন সামান্য আহত হয়েছেন। শিমের দমকল বিভাগের একজন উদ্ধার কর্মকর্তা বলেন, ভবনটির প্রাঙ্গণের ভেতর গ্যাসের বিস্ফোরণ হয়। এ ব্যাপারে তদন্ত কার্যক্রম চলছে।

 ব্রাসেলস বিমান বন্দর ও ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের কাছে একটি মেট্রো স্টেশনে গত ২২ মার্চ ভয়াবহ আত্মঘাতী হামলার পর বেলজিয়ামে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। ওই ঘটনায় ৩২ জন প্রাণ হারিয়েছে। জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট ওই হামলাগুলোর দায়িত্ব স্বীকার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন