News71.com
 International
 26 Aug 16, 05:51 PM
 361           
 0
 26 Aug 16, 05:51 PM

বিশ্বের বৃহত্তম সামুদ্রিক প্রাণীর সংরক্ষণাগার সৃষ্টির ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ।।

বিশ্বের বৃহত্তম সামুদ্রিক প্রাণীর সংরক্ষণাগার সৃষ্টির ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের বৃহত্তম সামুদ্রিক প্রাণীর সংরক্ষণাগার সৃষ্টির ঘোষণা দিতে আগামী বুধবার হাওয়াই দ্বীপপুঞ্জ সফরে যাবেন। প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ এলাকাজুড়ে পাপাহানামোকোয়াকি মেরিন ন্যাশনাল মনুমেন্টের ব্যাপক সম্প্রসারণের ঘোষণা দেবেন তিনি ।

সূত্রে জানা গেছে, সংরক্ষিত এ এলাকার আয়তন উত্তর কোরিয়া ও গ্রিসের চেয়ে বড়। তবে এর আয়তন এখন প্রায় চারগুণ বেড়ে ৫ লাখ ৮২ হাজার ৫৭৮ বর্গমাইল হবে, যা ফ্রান্সের দ্বিগুণ হবে। ওবামা সংরক্ষিত এলাকার অভ্যন্তরে মিডওয়ে দ্বীপও সফর করবেন ।

উল্লেখ্য, পাপাহানামোকোয়াকিতে ব্লাক কোরালসহ ৭ হাজারেরও বেশি জলজ প্রজাতির আবাসস্থল। ব্লাক কোরাল সাড়ে ৪ হাজারেরও বেশি বছর বাঁচতে পারে। এ ছাড়াও সামুদ্রিক প্রাণীর সংরক্ষিত এলাকা ফেডারেল এলাকা হিসেবে বিবেচনা করা হয় যেখানে বাণিজ্যিকভাবে মাছ ধরা নিষিদ্ধ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন