
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের সিজার শহরে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৯জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৪ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় একটি হাসপাতালের বরাত দিয়ে আজ বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক মাধ্যমগুলো এ তথ্য জানায়। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।