News71.com
 International
 26 Aug 16, 11:42 AM
 339           
 0
 26 Aug 16, 11:42 AM

আরএসএস-এর ‘বিদ্বেষ ও বিভাজনের নীতি’র বিরুদ্ধে সংগ্রাম চলবে: রাহুল

আরএসএস-এর ‘বিদ্বেষ ও বিভাজনের নীতি’র বিরুদ্ধে সংগ্রাম চলবে: রাহুল

নয়াদিল্লি সংবাদদাতা  : আরএসএস সম্পর্কে নিজের মন্তব্যে অনড় রয়েছেন বলে জানালেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। তিনি বলেছেন, আরএসএস-এর ‘বিদ্বেষ ও বিভাজনের নীতি’র বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবেন। ট্যুইট মারফত্ একথা জানান রাহুল। গতকাল  সুপ্রিম কোর্টে আরএসএস সম্পর্কে মন্তব্য থেকে পিছু হঠেছেন বলে যে দাবি করা হয়েছিল এদিন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহও তা খারিজ করে দেন।

উল্লেখ্য, লোকসভা ভোটের প্রচারে  মহারাষ্ট্রের একটি সভায় রাহুল বলেন, ‘‘আরএসএসের লোকেরা গাঁধীজিকে হত্যা করেছেন। আর আজ বিজেপিই এখন তাঁদের কথা বলে।’’ মহাত্মা গাঁধীর হত্যায় আরএসএসকে দায়ী করায় সঙ্ঘ রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করে।

এই মামলাতেই শেষপর্যন্ত নিজের বক্তব্য থেকে রাহুল পিছু হঠেছিলেন বলে দাবি করা হয়েছিল। কিন্তু দিগ্বিজয় বলেছেন, আরএসএসের লোকেরাই যে গাঁধীজিকে হত্যা করেছিলেন সেই বক্তব্যে অনড় রাহুল।

টুইটারে দিগ্বিজয় বলেন, আরএসএস সম্পর্কে রাহুল গাঁধী ভোলবদল করেননি। যারা হত্যা করেছিল, তারা আরএসএসের লোক।ঘৃণা ও হিংসার আদর্শই মহাত্মা গাঁধীকে হত্যা করেছিল।

রাহুলের আইনজীবী কপিল সিব্বল গতকাল সুপ্রিম কোর্টে জানান, গাঁধী-হত্যায় রাহুল আরএসএসকে  প্রতিষ্ঠান হিসেবে দায়ী করেননি। তবে আরএসএসের কিছু লোকের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন