News71.com
 International
 26 Aug 16, 10:53 AM
 415           
 0
 26 Aug 16, 10:53 AM

তুরস্ক থেকে বিমান বহর সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে জার্মানি

তুরস্ক থেকে বিমান বহর সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে জার্মানি

 

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইনজারলিক বিমানঘাঁটি থেকে ৬টি টর্নেডো বিমান সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে জার্মানি। জার্মানির সংসদীয় কমিটিকে যখন এই ঘাঁটিতে ঢুকতে দিতে অব্যাহত ভাবে অস্বীকৃতি জানানো হচ্ছে তখন এই খবর প্রকাশ করা হয়।

জর্দান বা সাইপ্রাসে এ সব বিমান সরিয় নেয়ার সম্ভাব্যতা বিশ্লেষণ করে দেখছে জার্মান সামরিক বাহিনী। ইনজারলিক ঘাঁটিতে ছয়টি টর্নেডো নজরদারি বিমান, একটি জ্বালানি ভরার কাজে ব্যবহৃত বিমান এবং আড়াই শ’ জার্মান সেনা মোতায়েন করা রয়েছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী কথিত অভিযানের অংশ হিসেবে এই মোতায়েন করেছে বার্লিন।

জানা গেছে, ইনজারলিক ঘাঁটি থেকে জার্মান বিমানগুলো সরিয়ে নেয়ার কাজ শুরু হলে তাতে নজরদারির এই বিষয়টি দুই মাসের জন্য বন্ধ থাকবে।

জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তুরস্ক থেকে মিশন অব্যাহত রাখতে চায় তার দেশ। কিন্তু ইনজারলিক ঘাঁটির বিকল্প আছে। আবার এদিকে, জার্মান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বলেছে, ইনজারলিক ঘাঁটি থেকে টর্নেডো বিমানগুলো সরিয়ে নিতে হবে। অবিলম্বে বিকল্প ঘাঁটি খুঁজে বের করার আহ্বানও জানান এই দলটি।

তাছাড়া, জার্মান সংসদীয় কমিটিকে ইনজারলিক ঘাঁটি পরিদর্শনের সুযোগ দেয়ার জন্য তুরস্কের প্রতি আহ্বান জনিয়েছেন জার্মানের চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। সংসদীয় এ কমিটি জার্মানির সামরিক ব্যয়ের বিষয়ে তদারকি করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন