
আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির ফ্রাঙ্কফুর্টে আগামী ১০ জানুয়ারি শুরু হওয়া চারদিনের বৃহৎ টেক্সটাইল পণ্যের প্রদর্শনী ‘হিমটেক্সটাইল ফ্রাঙ্কফুর্ট’ এ অংশ নিতে যাচ্ছে দেশের ২১টি টেক্সটাইল ও গার্মেন্টস প্রতিষ্ঠান। রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) ব্যানারে ১০টি এবং বাকী ১১টি প্রতিষ্ঠান সরাসরি ওই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। প্রদর্শনীতে ৬৯টি দেশ থেকে সবমিলিয়ে ২ হাজার ৮৬৭টি প্রতিষ্ঠান অংশ নিতে যাচ্ছে।
আয়োজকরা আশা করছে, এতে ১৩৭টি দেশের প্রায় ৭০ হাজার ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটবে। প্রদর্শনীতে অংশ নেয়া বড় দেশগুলো হলো জার্মানি, চীন, তুরস্ক, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, ভারত।
বাংলাদেশ থেকে ওই প্রদর্শনীতে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো হলো- এসিএস টেক্সটাইল বাংলাদেশ, এপেক্স উইভিং এন্ড ফিনিশিং, মমটেক্স, নোমান টেরিটাওয়েল মিল্স, রিজেন্ট টেক্সটাইল মিল্স, শাবাব ফেব্রিক্স, টাওয়েল টেক্স, ইউনিলায়েন্স টেক্সটাইল, জাবের এন্ড জুবায়ের টেক্সটাইল। এছাড়া ইপিবি’র মাধ্যমে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো হলো- আল সালাম ফেব্রিক্স, অনিক কম্পোজিট মিল্স, এনট্রাস্ট টেক্সটাইল, গ্রীন বাংলা হোমটেক্স, হোসেন ডাইং এন্ড প্রিন্টিং মিল্স, জানটেক্স ইন্ডাস্ট্রিজ, মানুরি টেক্সটাইল, আরটিটি টেক্সটাইল, সাত্তার টেক্সটাইল মিল্স, শামসুদ্দিন টাওয়েলস।