News71.com
 International
 25 Aug 16, 06:36 PM
 385           
 0
 25 Aug 16, 06:36 PM

ইতালিতে ভূমিকম্পের ধ্বংসস্তূপে আটকে থাকা ১৭ ঘণ্টা পর ১০ বছরের শিশু উদ্ধার ।।

ইতালিতে ভূমিকম্পের ধ্বংসস্তূপে আটকে থাকা ১৭ ঘণ্টা পর ১০ বছরের শিশু উদ্ধার ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির ভূমিকম্পের ধ্বংসস্তূপে আটকে থাকা ১০ বছরের এক মরণাপন্ন শিশুর খোঁজ চলছিল। 'কিছু শুনতে পাচ্ছ কি? শান্ত হও, শান্ত হও। বের হয়ে এসো গিউলিয়া। গিউলিয়া আসো,' বলছিলেন উদ্ধারকারীরা ।

গতকাল রাতভর চেষ্টার পর পার্বত্য শহর পেসকারা দেল ট্রন্টোর একটি ধ্বংসস্তূপ থেকে সেই শিশুকে শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা গেছে। উদ্ধারকারী দল জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার ১৭ ঘণ্টা পর জীবিত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয়। তা দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন উদ্ধারকারীরা। এমনি করে জীবনের আহ্বান নিয়ে ধ্বংসস্তূপে চলছে উদ্ধার তৎপরতা ।

একের পর এক মরদেহ উদ্ধারের পর যখনই ধ্বংস্তূপের নিচে জীবনের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে তখনই এভাবে আশাবাদী হয়ে উঠছেন উদ্ধারকারীরা। যদি সেখানে জীবনের আর্তি শোনা যায়, সেই আশায় এখনও জীবিতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ইতালি । এদিকে আন্তর্জাতিক মাধ্যমগুলোর খবর অনুযায়ী, ইতালির ভূমিকম্পে এখন পর্যন্ত ২৪৭ জনের প্রাণহানির ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাড়ে ৩ শ'রও বেশি মানুষ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন