
আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে চলতি বছরের প্রথম ছয় মাসে(জুন মাস পর্যন্ত) ২ হাজার ৯০১ জন নিহত হয়েছেন। মৃত্যুর এই হার গত বছরের একই সময়ের চেয়েও ৩৭ ভাগ বেশি। আন্তর্জাতিক অভিবাসন তথ্য বিশ্লেষণ কেন্দ্র ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনস গ্লোবাল মাইগ্রেশন ডাটা অ্যানালাইসিস সেন্টারের (জিএমডিএসি) এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, নিহতদের মধ্যে ২ হাজার ৪৮৪ জন উত্তর আফ্রিকা থেকে ইতালি যাওয়ার পথে সাগরে ডুবে মারা গেছেন। কিন্তু গত ৬ মাসে একই পথ দিয়ে ৭০ হাজার জন ইতালি যেতে সক্ষম হয়েছেন। জিএমডিএসির পরিচালক ফ্র্যাংক লাজকোর বলেছেন, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়া লোকের সংখ্যা আগের বছরের চেয়ে চলতি বছরে তেমন একটা বাড়েনি। কিন্তু এতে মৃত্যুর উচ্চ ঝুঁকি ক্রমবর্ধমান রয়েছে।
লাজকো আরও বলেন, অভিবাসন প্রত্যাশীদের কল্যাণের ব্যাপারে পাচারকারীদের কোনো আগ্রহ নেই। তারা অর্থের লোভে সমুদ্রে চলাচলের উপযুক্ত নয় এমন নৌকায় ঠাঁসাঠাঁসি করে লোক তুলে দিচ্ছে।