
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাল্ক প্রদেশে বিস্ফোরণের একটি ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১৪ জন। এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার আফগানিস্তানের খুলম জেলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কিন্তু প্রাথমিকভাবে এই বিস্ফোরণের কোন কারণ জানা যায়নি।
বাল্ক প্রদেশের এক কর্মকর্তা বলেছেন, ওই ঘটনাস্থলে একটি ব্যাগে থাকা বিস্ফোরকের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়। কিন্তু কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।
সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ বলেছেন, এই ঘটনাস্থলে আসাদুল্লাহ শারিফি নামে আফগানিস্তানের পার্লামেন্টের এক জন সদস্য ছিলেন। এতে করে ধারণা করা হচ্ছে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হতে পারে। বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে তার অবস্থা সম্পর্কে জানা যায়নি।
আবার এদিকে, আফগানিস্তানের রাজধানী কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে হামলার কয়েক ঘণ্টা পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। গত বুধবার (২৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এই হামলায় সেখানে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩০ জন।