News71.com
 International
 25 Aug 16, 02:11 PM
 359           
 0
 25 Aug 16, 02:11 PM

এখন থেকে ভারতের বিমানেও মিলবে ওয়াইফাই ইন্টারনেট ।।  

এখন থেকে ভারতের বিমানেও মিলবে ওয়াইফাই ইন্টারনেট ।।   

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে বিমানযাত্রার সময় আর হয়ত ফ্লাইট মোডে রাখতে হবে না আপনার মোবাইল, ল্যাপটপ বা ট্যাবের মতো সরঞ্জামগুলো৷ কারণ শীঘ্রই ওয়াইফাই পরিষেবা চালু হতে চলেছে বিমানে৷ বুধবার এমনই বার্তা দিয়েছেন ভারতের এভিয়েশন সচিব আরএন চৌবে৷ তিনি আরও জানিয়েছেন, আগামী দশদিনের মধ্যেই হয়ত বিমানে চালু হতে চলেছে এই ফ্রি ওয়াইফাই পরিষেবা৷

জানা গিয়েছে, এই বিষয়ে একপ্রস্ত বৈঠকও হয়ে গিয়েছে, কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক ও বেসরকারি বিমান মন্ত্রকের মধ্যে৷ সূত্রের খবর, সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে কোনও যাত্রী বিমানযাত্রার সময় হোয়াটসঅ্যাপ কল করতে পারবেন এই পরিষেবা ব্যবহার করে৷ তবে এই পরিষেবা চালু হলে নিরাপত্তার বিষয়ের জানানো হয়েছে প্রতিটি ব্যক্তিরই কল ট্রেস করা যাবে এই পরিষেবার দ্বারা৷ ফলে নিরাপত্তা সংক্রান্ত কোনও অসুবিধা হবেনা বলেই জানানো হয়েছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন