
আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের টোকিওশিমা সিটিতে গাড়ির চাপার এক নারী নিহত হয়েছেন। পুলিশ বলছে, ঘটনার সময় গাড়ির চালক 'পোকেমন গো' খেলছিলেন ।
এক প্রতিবেদনে বলা হয়, গতকাল ৩৯ বছর বসয়ী চালক ২ জন পথচারীকে চাপা দেয়। এতে বেঁচে যাওয়া অন্যজন মারাত্মকভাবে আহত হন। বর্তমানে ওই চালককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে চালক জানিয়েছেন, তিনি সতর্কভাবে রাস্তা পর্যবেক্ষণ করছিলেন না। সূত্র জানায়, তুমুল জনপ্রিয় এই মোবাইল গেইমটি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর এটাই প্রথম জাপানের সবচেয়ে বড় দুর্ঘটনা ।