
আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির মধ্যাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬০ জন ছাড়িয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তুপের নিচে অনেকেই আটকা পড়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে হাজারো উদ্ধারকর্মী। স্থানীয় সময় বুধবার ভোররাত ৩টা ৩৬ মিনিটে উমব্রিয়া অঞ্চলের পেরুজিয়া প্রদেশে আঘাত হানে ছয় দশমিক দুই মাত্রার ওই ভূমিকম্প।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়, নিহতের সংখ্যাভ আরও বাড়ার আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা। পার্বত্য এলাকার গ্রাম ও শহরগুলোতে এ ভূমিকম্প হওয়ায় উদ্ধারকাজ খুব কঠিন হয়ে পড়েছে। উদ্ধার কাজে নিয়োজিত আছেন চার হাজার তিন শ'র বেশি কর্মী। কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে ১৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন অন্তত ৩৬৮ জন।
স্বাস্থ্য।মন্ত্রী জানিয়েছেন, হতাহতদের অনেকেই শিশু। নিহতের সংখ্যাহ বাড়তে পারে। ভূমিকম্পে দেশটির মধ্যাঞ্চলের পার্বত্য এলাকাগুলোর শহর ও গ্রামগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর তেমন ক্ষতি হয়নি বলে ধারণা করা হচ্ছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো অ্যাকুমোলি, আমাত্রিসি, পোস্তা ও আরকুয়াটা দেল টরোনট । ভোররাতে প্রবল ঝাঁকুনিতে ভূমিকম্প উপকেন্দ্রের ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রাজধানী রোমের বাসিন্দাদের ঘুম ভেঙে যায়।