
আন্তর্জাতিক ডেস্ক: বলিউড অভিনেতা নাসির উদ্দিন শাহ মনে করেন কিশোর কুমার, আর ডি বর্মন-এর মত কোন কিংবদন্তী সুরকারের জীবন নিয়ে ছবি না হওয়াই ভাল। এর কারণ হিসেবে তিনি বলেছেন, আজকালকার দেখা যায় পরিচালকেরা বাণিজ্যিক স্বার্থে ছবি নষ্ট করে ফেলেন। পরিচালক গুরু দত্তের জীবন নিয়ে বানানো ছবির কথাও টেনে আনেন তিনি।
তিনি বলেছেন, 'না এটা বানানো উচিত নয়। আমরা মিলখা সিং-এর উপর একটি বানিয়েছি ইতিমধ্যেই। আবার শুনেছি গুরু দত্ত-এর উপর একটা বানাচ্ছেন এরা। কিন্তু এটা না বানালেই ভাল হয়।' আর 'ওরা শুধু নাচ-গানের উপর ছবি বানালেই ঠিক আছে। এই ধরনের সিরিয়াস বিষয়ে হাত না দেওয়াই উচিৎ।'