News71.com
 International
 24 Aug 16, 07:07 PM
 347           
 0
 24 Aug 16, 07:07 PM

ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে, নিহত ৩৮।।

ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে, নিহত ৩৮।।

আন্তর্জাতিক ডেস্কঃ আজ ইতালির মধ্যাঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ৬.২ রিখটার স্কেলে ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো নিখোঁজ রয়েছে অনেকে। একই সঙ্গে বহু ভবন বিধ্বস্ত হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রোমের পূর্ব দিকে ১৭০ কিলোমিটার পূর্বে ১০ কিলোমিটার গভীরে।

লাইজো ও মারচে অঞ্চলের অ্যামত্রিস, অ্যাকুমোলি ও আরকুয়াতা দেল ট্রোনটো নামের এই তিন পাহাড়ি গ্রামে হতাহত মানুষের সংখ্যা বেশি। সিভিল প্রোটেকশন ইউনিটের জরুরি বিভাগের প্রধান ইমাকোলাতা পোসতিলিয়ন বলেন, এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। অনেকে নিখোঁজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন