News71.com
 International
 24 Aug 16, 10:24 AM
 407           
 0
 24 Aug 16, 10:24 AM

পাকিস্তানকে অগ্রাহ্য করে সামরিক ক্ষেত্রে ভারতের সাহায্য চাইছে আফগানিস্তান

পাকিস্তানকে অগ্রাহ্য করে সামরিক ক্ষেত্রে ভারতের সাহায্য চাইছে আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের চোখ রাঙানি অগ্রাহ্য করে সামরিক ক্ষেত্রে ভারতের সাহায্য চাইছে আফগানিস্তান। প্রতিবেশি দেশ পাকিস্তানের চোখ রাঙানি অগ্রাহ্য করেই সামরিক ক্ষেত্রে মোদির পাণিপ্রার্থী তারা। এই বিষয়ে ভারতের গ্রিন সিগনালও মিলেছে। প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে বহু জঙ্গি আফাগানিস্তানে ঢুকে হামলা চালাচ্ছে। আর সেই হামলা কমাতেই ভারতের সাহায্য চাইছে সেনা প্রধান কাদাম শাহ শাহিম।

জানা গেছে, আগামী ২৯ আগস্ট আফগান সেনা প্রধান কাদাম শাহ শাহিম ভারত তাদের প্রয়োজনীয় অস্ত্র সামগ্রীর তালিকা জমা দেবে। আর তারা আলোচনা চালাবে আমেরিকার সঙ্গেও। সেনা প্রধানের বহু দিনের অভিযোগ ইসলামাবাদ ও বালুচিস্তানে বসেই কাবুলে নাশকতার ছক করছে জঙ্গিরা। নওয়াজ শরিফ তাঁর এই অভিযোগকে আমল না দিয়ে মদতও জুগিয়ে গিয়েছেন বলে তিনি ক্ষোপ প্রকাশ করছেন। তিনি এর জন্য পাক সরকারের বিরুদ্ধে জাতিসংঘে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। এতে করে অবস্থার পরিবর্তন না হওয়াতেই এবার এমন খোলা বার্তা কাবুলের।

ভারতে কাবুলের রাষ্ট্রদূত সৈদা মহম্মদ আবদালি বলেছেন, বিপদের সময় আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছিল ভারত। ভবিষ্যতেও একজোট হয়ে কাজ করবে এই দুইটি দেশ। আর এইসব সন্ত্রাস রুখতে দিল্লির কাছে আরও অস্ত্রশস্ত্র সাহায্য চাইবেন তাঁরা। গত ১৫ বছরে আফগানিস্তানকে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার আর্থিক সাহায্য দিয়েছে ভারত। কিন্তু সামরিক সাহায্য প্রথম দেওয়ার কথা জানানো হয় গত বছর ডিসেম্বরে। কাবুলকে ৪টি হেলিকপ্টার দেওয়ার কথা ঘোষিত হয়। এতে করে কৃতজ্ঞতা স্বীকার করেছেন আবদালি। কিন্তু তিনি বলেছেন, আরও চাই। তালিবান ও আইএসের মতো জঙ্গি সংগঠনগুলির মোকাবিলার জন্য প্রয়োজন আরও মজবুত সামরিক পরিকাঠামোর। আফগানিস্তান ভারতের কাছ থেকে রুশ যুদ্ধ বিমান এমআই–২৫এস, সেনা ও ডাক্তারি পরিষেবার জন্য ছোট হেলিকপ্টার চায়। কিন্তু কত টাকার বিনিময়ে তারা এই সরঞ্জাম ভারতের থেকে নিতে চায় তা নিয়ে কোন স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন