
আন্তর্জাতিক ডেস্ক : পুজোর আগেই শাসক বিজেপির বিরুদ্ধে কাছাড় জুড়ে আন্দোলনে নামার কথা ঘোষণা করল কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি কর্ণেন্দু ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘তিন মাস নতুন সরকারকে সময় দিয়েছি। আর নয়।’’ কর্ণেন্দুবাবুর বক্তব্য, শপথ গ্রহণের তিনমাস পেরিয়ে গেল। কিন্তু সর্বানন্দ সোনোয়ালের সরকার এখনও কাজে হাত দিতে পারেনি। উন্নয়ন স্তব্ধ হয়ে পড়ায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। রাস্তাঘাট, রেশন সামগ্রী, মূল্য নিয়ন্ত্রণ, সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষাক্ষেত্রে দুর্নীতিরোধ—কোনও কিছুই বিজেপি করে উঠতে পারছে না। সব মিলিয়ে বিজেপি সরকার হাবুডুবু খাচ্ছে। এই অবস্থায় আন্দোলনে নামা ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেন তিনি।
আগের দু’দফা অগপ শাসনের কথা টেনে কর্ণেন্দুবাবু বলেন, কোনও আমলেই কাজ শুরু করার জন্য তিনমাস অপেক্ষা করতে হয়নি। কবে থেকে আন্দোলন, কী ধরনের আন্দোলন—সে সব অবশ্য এখনও চূড়ান্ত করে উঠতে পারেননি তাঁরা। কর্ণেন্দুবাবুর কথায়, খুব শীঘ্রই এ ব্যাপারে কর্মসূচি ঘোষণা করা হবে। এখন দলের প্রদেশ কমিটির কর্মকর্তাদের সফর নিয়ে তাঁরা নাকি ব্যস্ত। তাঁরা ফিরে যাওয়ার পরই আন্দোলনের দিনক্ষণ পাকা হবে।
বুধবার দক্ষিণ অসম সফরে আসছেন প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি রিপুণ বরা, বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া এবং উপ-নেতা রকিবুল হোসেন। প্রথম দিন সকাল ১১টায় রাজীব ভবনে তাঁরা কংগ্রেস প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখবেন। সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক রাজদীপ গোয়ালাও তাতে উপস্থিত থাকবেন। কাছাড় জেলার ছয় বিধানসভা আসনের পরাজিত প্রার্থীদের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কেও। গৌতমবাবুও অবশ্য পরাজিত প্রার্থী। তবে প্রতিবেশী জেলা হাইলাকান্দির কাটলিছড়া আসনে হেরেছেন তিনি।
জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থরঞ্জন চক্রবর্তী জানিয়েছেন, প্রতিনিধি সম্মেলনের পর প্রদেশ নেতৃত্ব দলের ব্লক কমিটি, শহর কমিটি, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই এবং সেবাদলের জেলা কর্মকর্তাদের সঙ্গে আলাদা করে কথা বলবেন। ২৫ তারিখে যাবেন করিমগঞ্জে। ২৬-এ হাইলাকান্দি এবং ২৭ অগস্ট ডিমা হাসাও জেলায় তাঁরা সভা করবেন। গত নির্বাচনে কংগ্রেসের বিপর্যয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক অবস্থা ও ভবিষ্যত কর্মসূচি নিয়ে আলোচনাই তাঁদের সফরের মূল উদ্দেশ্য বলে জানান পার্থবাবু।
জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন সাংসদ কর্ণেন্দু ভট্টাচার্য বলেন, প্রদেশ নেতৃবৃন্দের সঙ্গে সেপ্টেম্বরের আন্দোলন নিয়ে কথা বলবেন তিনি। তাঁদের পরামর্শও চাইবেন।