
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বালুচিস্তানের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। আর ভারতের প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন জানানোর জন্য তিন শীর্ষ বালুচ জাতীয়তাবাদী নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ পাঁচটি মামলা দায়ের করল পাকিস্তান কতৃপক্ষ । ব্রাহমাডাঘ বুগটি, হার্বিয়ার মারি এবং বানুক করিমা বালুচের বিরুদ্ধে পাকিস্তানের দণ্ডবিধির ১২০,১২১, ১২৩ এবং ৩৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন। অশান্ত বালুচিস্তানের খুজধার এলাকার পাঁচটি থানায় এই অভিযোগ গুলো দায়ের করা হয়েছে। এই ধারাগুলির মধ্যে রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বা যুদ্ধ ঘোষণার চেষ্টা করা বা যুদ্ধ ঘোষণার জন্য প্ররোচিত করার অভিযোগও।
অভিযোগকারীদের দাবি, বুগতি, মারি এবং বালুচ মোদীর বক্তব্য সমর্থন করেছেন। কার্যনির্বাহী জেলা পুলিশ অফিসার মহম্মদ আশরফ জাটক এ কথা জানিয়েছেন। উল্লেখ্য, লালকেল্লা থেকে ভাষণে মোদী বলেন, বালুচিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মানুষের ওপর পাকিস্তানের অত্যাচারের কথা তুলে ধরার জন্য বালুচিস্তানের মানুষ তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। যদিও পাকিস্তান মোদীর ওই বক্তব্যের তীব্র বিরোধিতা করে। তারা বলে মোদী ‘রেড লাইন’ লঙ্ঘন করেছেন। পাকিস্তান জানায় তারা, আগামী মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করবে।