
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর ও মধ্যাঞ্চলীয় তিনটি রাজ্যে প্রবল বন্যায় ৩০ জনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, মধ্যাঞ্চলীয় মধ্যপ্রদেশ রাজ্যে বন্যাজনিত ঘটনায় সবচেয়ে বেশি ১৭ জন মারা গেছেন। উত্তর প্রদেশ ও বিহারে বন্যার জলে ডুবে, তড়িতাহত হয়ে এবং ঘরবাড়ি ধসে আহত হয়ে আরও ১৩ জন মারা গেছেন। বিহারের ১২টি জেলা বন্যাকবলিত হয়েছে। এসব এলাকা থেকে ১৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।