News71.com
 International
 22 Aug 16, 04:47 PM
 364           
 0
 22 Aug 16, 04:47 PM

"মুসলিমরা পারলে হিন্দুরা কেন সন্তান উৎপাদনে পিছিয়ে থাকবে" ।। আরএসএস প্রধান মোহন ভাগবত

 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আরএসএস প্রধান মোহন ভাগবত গত শনিবার আগ্রায় একটি অনুষ্ঠানে বলেছেন, “দেশে হিন্দুদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে বলে শোনা যাচ্ছে। কিন্তু কোন আইনে বলা আছে যে হিন্দুরা তাদের সংখ্যা বৃদ্ধি করতে পারবে না?” আর এই মন্তব্য করেই বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি।

তিনি বলেছেন, হিন্দু দম্পতিদের এক বা দুইয়ের বেশি সন্তান উৎপাদন করতে বাধা দিয়েছে কোন আইন? তাই হিন্দু দম্পতিরা এক বা দুইয়ের বেশি সন্তান নিন। হিন্দুদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে না কোনো সামাজিক ব্যবস্থাপনার জন্য নয়। এর জন্য আসলে হিন্দুদের মানসিক গঠনই এর জন্য দায়ী। তাছাড়া গত দু’দশক ধরে মধ্যবিত্ত হিন্দুরা একটি বা দু’টির বেশি সন্তান নেন না।”

চার দিনের আগ্রা সফরে এসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভাগবত প্রায় দু’হাজার নব দম্পতির সামনে সঙ্ঘের মতাদর্শ ও ভবিষ্যত্‍ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখছিলেন। আর তখনই ওই কথাগুলি বলেন তিনি। ভাগবত দম্পতিদের বলেছেন, আপনারা আপনাদের সন্তানদের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধগুলি শেখাবেন। পরিবারে সেগুলির চর্চা করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন