News71.com
 International
 22 Aug 16, 04:44 PM
 362           
 0
 22 Aug 16, 04:44 PM

ধনকুবের ট্রাম্পের প্রচারণার খরচ হিলারির অর্ধেকেরও কম

ধনকুবের ট্রাম্পের প্রচারণার খরচ হিলারির অর্ধেকেরও কম

 

আন্তর্জাতিক ডেস্ক: গত মাসে নিজের নির্বাচনী প্রচারণার খরচ দ্বিগুণ করেছেন মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। এরপরও তার নির্বাচনী প্রচারণার এই খরচ প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের একই খরচের তুলনায় অর্ধেকেরও কম। নির্বাচনী প্রচারণার নতুন আর্থিক নথিতে এই তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, নির্বাচনী প্রচারণার আর্থিক খরচের নতুন নথির হিসাব অনুযায়ী গত জুলাই মাসে নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান প্রার্থী ট্রাম্প খরচ করেছিলেন প্রায় ১ কোটি ৮৫ লক্ষ মার্কিন ডলার। আর এর একই সময়ে ডেমোক্রেটিক প্রার্থী হিলারির নির্বাচনী প্রচারণার খরচ ছিল ৩ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলার। গত কয়েক সপ্তাহেই ধনকুবের ট্রাম্প তার প্রচারণা তহবিলে জমা করেছেন ২০ লক্ষ ডলার। সব মিলিয়ে গত জুলাই মাসের জন্য ট্রাম্পের নির্বাচনী তহবিলে জমা পড়েছে ৩ কোটি ৭০ লক্ষ ডলার।

আবার এদিক থেকেও অনেকটা পিছিয়ে রয়েছেন ট্রাম্প। আর এই সময়ে হিলারির নির্বাচনী তহবিলে জমা পড়েছে ৫ কোটি ২০ লক্ষ ডলার। এমন চিত্র ট্রাম্পের জন্য খানিকটা হতাশার। কিন্তু নিজের নির্বাচনী প্রচারণার খরচ ক্রমেই বাড়ানোর চেষ্টা করছেন তিনি। প্রথমবারের মতো টেলিভিশন বিজ্ঞাপনও প্রচার শুরু করেছেন এই সপ্তাহেই। এটির জন্য খরচ বরাদ্দ করেছেন ৫০ লক্ষ ডলার। এ ক্ষেত্রেও এগিয়ে রয়েছেন হিলারি। তার টিভি বিজ্ঞাপন প্রচার শুরু হয়েছে আরও অনেক আগেই। সেক্ষেত্রে প্রচারণার খরচে হিলারিকে ধরতে চাইলে ট্রাম্পকে আরও অনেকখানি পথ পাড়ি দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন