
আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসে জাহাজের মাস্তুল ভেঙে ৩ জন জার্মান পর্যটক নিহত হয়েছেন। আজ নেদারল্যান্ডসের উত্তরাংশে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ বলেছেন, ইতোমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।
এই এইসব পর্যটকদের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর ওই জাহাজটিতে মূলত একটি পরিবারের ১২ জন সদস্য ছিলেন। তারা ভ্রমণে বেরিয়েছিলেন। এই দুর্ঘটনার স্থানটি নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডাম থেকে ১১০ কিলোমিটার দূরে।