News71.com
 International
 22 Aug 16, 12:04 AM
 383           
 0
 22 Aug 16, 12:04 AM

প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আত্মঘাতী হলেন ভারতের জাতীয় স্তরের হ্যান্ডবল প্লেয়ার পুজা

প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আত্মঘাতী হলেন ভারতের জাতীয় স্তরের হ্যান্ডবল প্লেয়ার পুজা

আন্তর্জাতিক ডেস্ক : এক সব্জি বিক্রেতার ঘরে জন্ম নিয়ে পূজা স্বপ্ন দেখেছিলেন বড় হ্যান্ডবল প্লেয়ার হওয়ার। এখানেই থেমে ছিল না তাঁর স্বপ্নের উড়ান। বাকিদের মতো শুধু খেলাকেই বেছে না নিয়ে পড়াশুনোও করতে চেয়েছিলেন পঞ্জাবের এক প্রত্যন্ত গ্রামে বেরে ওঠা এই মেয়ে। কিন্তু সেই স্বপ্ন ঝড়ে গেল অকালেই। মাত্র ২০ বছর বয়সে নিজের জীবন শেষ করে পূজা বুঝিয়ে গেলেন আরও কত পূজা ছড়িয়ে রয়েছেন দেশের আনাচ-কানাচ। যাঁদের খবর কেউ রাখে না। যাঁদের দেওয়া প্রতিশ্রুতিও যে ভাবে বছর ঘুরতেই বদলে যায় দাবিতে।

২০ বছরের পূজা যখন পাতিয়ালার খালসা কলেজে ভর্তি হয়েছিলেন তখন তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ফ্রি হস্টেল ও ফ্রি ফুডের। কিন্তু দ্বিতীয় বর্ষে পৌঁছতেই কলেজ কর্তৃপক্ষের অবস্থান বদলে যাবে কে ভেবেছিল।

অনেক অনুরোধের পরও যখন তাঁরা কোনও কথাই শুনল না তখন জীবন দিয়ে প্রতিবাদের কথা ভাবলেন পূজা। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে বিস্তারিত জানিয়ে গেলেন। জাতীয় স্তরের এই হ্যান্ডবল প্লেয়ার তাঁর চিঠিতে লিখেছেন, ''আমি আমার জীবন শেষ করে দিচ্ছি কারণ আমার কাছে হোস্টেলের খরচ বহন করার মতো টাকা নেই। বাড়ি থেকে রোজ কলেজ যেতে ১২০টাকা খরচ সেটাও নেই। আমার মতো গরীব মেয়েদের জন্য বিনামূল্যে পড়ার ব্যবস্থা করা হোক।''

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন