News71.com
 International
 21 Aug 16, 01:03 PM
 370           
 0
 21 Aug 16, 01:03 PM

২০ মিনিট বাঘের সঙ্গে লড়াই করে জিতলেন এক ভারতীয় নারী !

২০ মিনিট বাঘের সঙ্গে লড়াই করে জিতলেন এক ভারতীয় নারী !

 

আন্তর্জাতিক ডেস্ক: জমি দেখতে গিয়ে বাঘের খপ্পরে পড়েছিলেন এক নারী। প্রায় ২০ মিনিট ধরে দক্ষিণরায়ের সঙ্গে লড়াই করে জিতলেন তিনি। কিন্তু ক্ষতবিক্ষত হয়েছেন বিদ্যাবতী। তাঁর চিৎকারে শুনে ততক্ষণে হাজির গ্রামবাসী। এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বরাইচে।

এই গমঘটনায় জানা গেছে, বরাইচের কতরনিয়া ঘাট এলাকায় বরখড়িয়া সংরক্ষিত বনভূমিতে এই ঘটনাটি ঘটে। আনন্দনগরের বাসিন্দা বিদ্যাবতী জঙ্গলের কাছের একটি জমিতে যান। সেখানে গিয়েই বাঘের খপ্পরে পড়েন তিনি। ভয় পেলেও বাঁচার জন্য বাঘের সঙ্গেই লড়বেন বলে মনস্থির করেন তিনি। প্রায় ২০ মিনিট বাঘের সঙ্গে লড়াই হয় তাঁর।

বিদ্যাবতীর চিৎকারে গ্রামবাসী লাঠিসোটা নিয়ে হাজির হতেই পালিয়ে যায় বাঘটি। প্রাথমিকভাবে বনবিভাগকে খবর দেওয়া হয়। বনবিভাগের এক কর্মকর্তা বিদ্যাবতীকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এরপর তাঁকে অন্য একটি স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করা হয়। 

প্রাণে বাঁচলেও বাঘের সঙ্গে লড়ে বেশ জখম হয়েছেন তিনি। আর এই ঘটনার জেরে বিনবিভাগের তরফে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন