News71.com
 International
 20 Aug 16, 11:51 PM
 420           
 0
 20 Aug 16, 11:51 PM

বিমানে মাঝ আকাশে সেলফি! ভারতীয় বেসরকারী বিমান ইন্ডিগোর ৩ পাইলট বরখাস্ত ...

বিমানে মাঝ আকাশে সেলফি! ভারতীয় বেসরকারী বিমান ইন্ডিগোর ৩ পাইলট বরখাস্ত ...

 

নিউজ ডেস্কঃ বিমানের ককপিটে বসে পাইলটদের সেলফি তোলার ঘটনা যেন দিন দিন বেড়েই চলেছে। আর এতে চিন্তিত ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন বা ডিজিসিএ। সম্প্রতি ভারতের বেসামরিক বিমান নিরাপত্তা নিয়ামক সংস্থা মাঝ আকাশে সেলফি তোলার অভিযোগে ইন্ডিগো সংস্থার ৩ পাইলটকে ৭দিনের জন্য বরখাস্ত করেছে ।

জানা গেছে, ককপিটে বসে সেলফি তুলতে ব্যাপক আগ্রহী নতুন পাইলটরা। আর সেই সব সেলফি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ‘লাইক’ পাওয়ার প্রবণতা বিমানের যাত্রীদের বিপদে ফেলতে পারে বলে আশঙ্কা ডিজিসিএ'র। বরখাস্তকৃত ৩ পাইলট মাঝ আকাশে বিমানের ককপিটে বসে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন ।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এরকম অনেক সেলফি-ই এখন নিয়ামক সংস্থার কর্তারা খতিয়ে দেখছেন। ইতোমধ্যে মার্কিন অসামরিক বিমান নিরাপত্তা সংস্থা বাণিজ্যিক বিমান সংস্থাগুলির পাইলটদের ককপিটে সেলফি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে। এখন ভারতের কেন্দ্রীয় বিমান মন্ত্রণালয়ও সেই পথে হাঁটে কি না, সেটাই দেখার বিষয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন