News71.com
 International
 20 Aug 16, 05:17 PM
 360           
 0
 20 Aug 16, 05:17 PM

জনমত জরিপে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ছাপিয়ে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন ৮ পয়েন্টে এগিয়ে......

জনমত জরিপে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ছাপিয়ে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন ৮ পয়েন্টে এগিয়ে......

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছেন। গতকাল রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয় । জরিপ সংস্থা ইপসসের সঙ্গে করা এক জরিপ শেষে রয়টার্স তার প্রতিবেদনে জানিয়েছে, ৪২ শতাংশ ভোটার নভেম্বরের নির্বাচনে হিলারিকে ভোট দিতে আগ্রহী। ট্রাম্পের পক্ষে জনসমর্থন ৩৪ শতাংশ।

৫০টি অঙ্গরাজ্যের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে ১৪-১৮ই আগস্ট পর্যন্ত এ জরিপ চালানো হয়। জরিপে অংশ নেওয়া বাকি ২৩ শতাংশ ভোটার এ ২জনের কাউকেই ভোট দেবেন না বলে জানিয়েছেন ।প্রার্থীদের মধ্যে কাকে পছন্দ’- এ প্রশ্নের জবাবে জরিপে অংশ নেওয়া ৪১ শতাংশ হিলারির পক্ষে অবস্থান নিয়েছেন। ৩৪ শতাংশ ভোট নিয়ে ট্রাম্প দ্বিতীয়, ৭ শতাংশের ভোট নিয়ে স্বতন্ত্র প্রার্থী গ্যারি জনসন তৃতীয় হয়েছেন। ২ শতাংশের পছন্দের তালিকায় আছেন গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন ।

নির্বাচনী প্রচারের শুরু থেকেই জনমত জরিপগুলোতে ডেমোক্রেট প্রার্থী হিলারি এগিয়ে ছিলেন। রয়টার্স/ইপসসের জরিপে সবসময়ই তার পক্ষে ৪১ থেকে ৪৪ শতাংশ সমর্থনের দেখা মিলেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন ৩৩ থেকে ৩৯ শতাংশের মধ্যে উঠানামা করছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন