
আন্তর্জাতিক ডেস্ক: ভারত শাসিত কাশ্মীরে সাম্প্রতিক সময়ে অস্থিরতা সামলাতে ভারতের আধা সামরিক বাহিনী এক মাসে প্রায় সাড়ে ১৩ লক্ষ ছররা ব্যবহার করেছে। আর এর একই সময়ের মধ্যে সাড়ে ৮ হাজার কাঁদানে গ্যাসের শেলও ফাটিয়েছে তারা। এতে করে আধা সামরিক বাহিনীর ছোঁড়া ছররা গুলি বা কাঁদানে গ্যাসে ৬৬ জন মারা গেছেন, বহু মানুষ আহত হয়েছেন, অনেকে অন্ধ হয়ে গেছেন।
আদালতে দায়ের করা এক মামলার জবাবে ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী নিজেরাই এই হিসাব দিয়ে বলেছেন, ছররা বন্দুক ব্যবহার না করে যদি তারা গুলি ব্যবহার করতেন, তাহলে মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারতো।
আদালতে দায়ের করা একটি জনস্বার্থ মামলার জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী জানিয়েছে তারা গত ১১ অাগস্ট বিক্ষোভ শুরুর ৩৪ তম দিন পর্যন্ত ৩ হাজার ছররা গুলির কার্তুজ ছুঁড়েছে, অর্থাৎ প্রায় সাড়ে ১৩ লক্ষ ছররা ছোঁড়া হয়েছে। তখন ওই একই সময়ে সাড়ে ৮ হাজার কাঁদানে গ্যাসও ছোঁড়া হয়েছে। কাশ্মীরের হাসপাতাল প্রশাসন বলেছেন, এখন পর্যন্ত ছররায় আহত ৬০০ জন মানুষের অপারেশন করা হয়েছে যাদের মধ্যে ১১২ জনের চোখে ছররা লেগেছে। আহতদের অনেকের পরিবার বলছে অপারেশনের পরেও এই আহতরা চোখে দেখতে পাচ্ছেন না। এতে চিকিৎসকেরা বলেছেন, অনেক ক্ষেত্রেই ছররা গুলি বন্দুকের গুলির থেকেও মারাত্মক এবং প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
রাজা হরি সিং হাসপাতালের শল্য চিকিৎসক ড. জাভেদ বলেছেন, গুলির আঘাত শুধু মাত্র একটি-ই হয়, কিন্তু ছররা মানুষের শরীরে একইসঙ্গে অনেকগুলি আঘাত বা ছিদ্র তৈরি করে দেয়। অপারেশনের সময়ে দেহে থেকে যাওয়া সবগুলি ছররার সন্ধান পাওয়াও কঠিন। আর এর ফলে আহতের মৃত্যুও হতে পারে।
কিন্তু কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর এক মুখপাত্র রাজেশ যাদব বলেছেন, পরিস্থিতি এমনিই হয়ে গেছে যে, কেউ পাথর ছুঁড়ছে, কেউ পেট্রল বোমা ছুঁড়ছে, আবার অনেক জায়গায় তো গ্রেনেডও ছোঁড়া হয়েছে বিক্ষোভকারীদের দিক থেকে। এই পরিস্থিতিতে প্রতিদিন যদি বাহিনীর সদস্যদের বলতে হয় সংযত হওয়ার কথা তাতে তো বাহিনীর মনোবলই ভেঙে যাবে। সব কিছুর তো একটা সীমা থাকে।
একসময়ে শিকার করার জন্য এ ধরণের ছররা গুলি ব্যবহার করা হত। ছোট ছোট ধাতব বলের ভেতরে বারুদ ভরে তারপরে প্লাস্টিকের আচ্ছাদন দিয়ে একেকটি ছররা তৈরি হয়। একেকটি কার্তুজে সাড়ে ৪০০ ছররা থাকে – যেটা বন্দুক থেকে ছোঁড়া হলে চারদিকে ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীদের আহত করে।