News71.com
 International
 20 Aug 16, 11:24 AM
 346           
 0
 20 Aug 16, 11:24 AM

বহু মৃত্যুর সাক্ষী হয়ে মূর্তমান যে লাইটহাউস....

বহু মৃত্যুর সাক্ষী হয়ে মূর্তমান যে লাইটহাউস....

 

নিউজ ডেস্ক: ইতিহাসের বহু সাক্ষী বয়ে নিয়ে চলে পুরনো প্রাসাদ, দুর্গ এবং লাইটহাউসগুলি। বহু যুদ্ধ, বহু রক্ত এবং মৃত্যুর সাক্ষী হয় এই ঐতিহাসিক প্রাসাদ, দুর্গ এবং লাইটহাউসগুলি। আর এবার এমনই একটি লাইটহাউস হল ফ্লোরিডার সেন্ট অগাস্টিন লাইটহাউস। ভৌতিক কাণ্ড কারখানার জন্য বেশ পরিচিত এই লাইটহাউস। জানা যাচ্ছে, এই লাইটহাউসের সিড়িতে নাকি মাঝেমধ্যেই দু’জন মহিলার অবয়ব দেখতে পাওয়া যায়।

আর মাঝেমধ্যে লাইটহাউসের সামনে ঘুরেফিরে বেড়ায় সাদা পোশাকের মহিলারা। তারা নাকি হেজেকিয়া পিট নামক একজন ব্যক্তির দুই মেয়ে। হেজেকিয়া এই লাইটহাউস তৈরির কাজে নিযুক্ত ছিলেন বলে জানা যায়। আর তার দুই মেয়ের আত্মাই নাকি এখনও ঘুরে বেড়ায় এই লাইটহাউসে। কিন্তু কেন এই অশরীরীর দেখা মেলে এই লাইটহাউসে, তাদের অপমৃত্যু হয়েছিল কিনা, সেসব এখনও মানুষের অজানা।

আরও শোনা গেছে, সিভিল ওয়ারের এক সেনা এবং লাইটহাউসের কর্মী উইলিয়াম এই হার্নকেও এখনও দেখা যায় এই লাইটহাউসের সামনে। তারা আজও রাতে আতঙ্কের সৃষ্টি করে মানুষের মধ্যে। আজও রাতের বেলায় লাইটহাউসের কাছাকাছি মানুষ যায় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন