News71.com
 International
 20 Aug 16, 01:39 AM
 378           
 0
 20 Aug 16, 01:39 AM

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পের নগ্ন মূর্তি...

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পের নগ্ন মূর্তি...

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি বসানো হয়েছে। ইনডিক্লাইন নামে শিল্পীদের একটি দল গত বুধবার ও বৃহস্পতিবার রাতে পাঁচটি শহরে পাঁচটি মূর্তি বসিয়েছে। মূর্তিগুলোর নাম দেওয়া হয়েছে ‘দ্য এমপেরর হ্যাজ নো বলস’। তবে নিউ ইয়র্কে ট্রাম্পের নগ্ন মূর্তি নিয়ে দারুণ হাস্যকর পরিস্থিতি তৈরি হওয়ায় নিউ ইয়র্কের ইউনিয়ন স্কয়ার থেকে সেটি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

ট্রাম্পের ওই নগ্নমূর্তিগুলো কমলা রঙের। ভারি শরীরের ওই মূর্তিগুলো দেখতে রীতিমত শহরের রাস্তায় নানা বয়সী নারী-পুরুষ ভিড় জমায়। এই ব্যতিক্রমী মূর্তি সম্পর্কে জ্যঁ মেরি প্যাট্রিক নামের এক তরুণী বলেন, ‘ভাস্কর্যটি চমৎকার। এক কথায় ভয়ঙ্কর সুন্দর’।

ইনডিক্লাইন শিল্পীরা জানিয়েছেন, আসন্ন নির্বাচনে অংশ নেওয়া রিপাবলিকান প্রার্থী ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য। তার কর্তৃত্ববাদী প্রবণতার কারণেই এ ধরনের মূর্তি তৈরির চিন্তা তাদের মাথায় এসেছে’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন