
আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় গোয়েন্দা বিভাগের ধারণা করচ্ছে, বড় কোন নাশকতার পরিকল্পনা করা হয়েছে উত্তর পূর্ব ভারতে। আর এতে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে আসাম সরকারকে। আসাম-লাগোয়া ভারত-বাংলাদেশ সীমান্ত ও পশ্চিমবঙ্গের পরিস্থিতি গুরুতর বলে রিপোর্ট দেওয়া হয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা ও মেঘালয়সংলগ্ন বাংলাদেশ সীমান্তে জারি হয়েছে সতর্কতা।
ভারতের গোয়েন্দা সংস্থা এনআইএ-র রিপোর্ট অনুযায়ী, বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণে (২ অক্টোবর, ২০১৪) জড়িত বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাআ'তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নাশকতার পরিকল্পনা করছে। আর এতে বিশেষ করে নিম্ন আসাম ও বাংলাদেশ সীমান্ত অঞ্চলকেই তারা বেছে নিয়েছে আগামী টার্গেট হিসেবে। আর তাদের মদদ দিতে তৈরি বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন।
সম্প্রতিক সময়ে আসামের কোকরাঝাড়ে ভয়াবহ হামলা চালায় বোড়ো জঙ্গিরা। আর সেখানে তাদের গুলিতে মৃত্যু হয় ১৪ জনের। তারপরই স্বাধীনতা দিবসের দিন আলফা (স্বাধীনতাপন্থী) জঙ্গিরা তিনসুকিয়ায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটায়। মণিপুরেও সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা কয়েকটি বিস্ফোরণ ঘটিয়েছে। আর মেঘালয়ের পূর্ব গারো পাহাড়ে গারো ন্যাশনাল লিবারেশন আর্মি (জিএনএলএ) খুন করেছে এক শিক্ষককে। সবমিলে বর্তমানে চিন্তিত ভারতের কেন্দ্রীয় সরকার।