আন্তর্জাতিক ডেস্ক: ইরানে থাকা ৫ মার্কিন বন্দিকে মুক্তি দেয়ার জন্য ৪০ কোটি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। জানুয়ারি মাসে মার্কিন এই পাঁচ বন্দিকে যেদিন মুক্ত করা হয়, একই দিনে ইরানে অর্থ পৌঁছে দেয়া হয়।
জন কিরবি নামের একজন মার্কিন মুখপাত্র বলেছেন, বন্দি মুক্তি ও অর্থ প্রদানের এই বিষয়টি আলাদাভাবে আলোচনা হয়েছিল। কিন্তু বন্দিদের মুক্তির আগ পর্যন্ত এবং তারা ইরান ছেড়ে আসার আগ পর্যন্ত অর্থ প্রদান করা হয়নি।
৭ জন ইরানির সঙ্গে ৫ মার্কিন নাগরিক বিনিময় করে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। জানুয়ারিতে হওয়া এই বিনিময়ের সময় ৪০ কোটি মার্কিন ডলার আকাশ পথে ইরানে পৌছায়। ইরানের ওপর পারমানবিক ইস্যুতে অর্থনৈতিক অবরোধ তুলে নেয়া সাপেক্ষে এই অর্থ প্রদান করা হয়েছে বলে প্রাথমিকভাবে বলা হয়েছে।