আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার মস্কোয় পুলিশের উপর হামলার ঘটনার দায়ভার স্বীকার করলো জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস। গত বুধবার ওই হামলায় ২ জন পুলিশ আহত হয়।
আজ শুক্রবার নিজস্ব বার্তা সংস্থা আমাক এর মাধ্যমে এই দায় স্বীকার করে আইএস। এই ঘটনায় হামলারকারীদের দুইজনই মধ্য এশিয়ার। এই হামলার সময়ই তাদেরকে গুলি করে হত্যা করা হয়।
গত বুধবার হামলাকারীরা বন্দুক ও কুড়াল নিয়ে পুলিশের উপর আক্রমণ চালায়। পরে পুলিশ গুলি করে তাদের হত্যা করে। গত বুধবার পৃথক ঘটনায় ৪ জন জঙ্গিকে হত্যা করেছিলো রাশিয়ার বিশেষ বাহিনী।