News71.com
 International
 18 Aug 16, 10:51 PM
 320           
 0
 18 Aug 16, 10:51 PM

রাখি উৎসবে দেবের হাতে রাখি বাঁধলেন মুখ্যমন্ত্রী মমতা..

রাখি উৎসবে দেবের হাতে রাখি বাঁধলেন মুখ্যমন্ত্রী মমতা..

 

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবাংলাতেই শুধু নয়, এর বাইরেও তার পরিচিতি দিদি হিসেবে। আর আমাদের দিদি সর্বদাই ব্যস্ত রাজ্যের ভাই-বোনদের কল্যাণচিন্তায়। তার মাঝেই শ্রাবণের বাদল ধারার দিনে দরজায় কড়া নাড়ল রাখিবন্ধন উৎসব এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পাওয়া গেল এক অন্য মেজাজে। সবার হাতে রাখি পরিয়ে উৎসবের মুহূর্তকে অন্য মাত্রা দিলেন আমাদের দিদি।

মুখ্যমন্ত্রীর রাখিবন্ধনের এরকমই একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন সাংসদ-অভিনেতা দেব। সেখানে দিদির কাছ থেকে রাখি পেয়ে ভাইয়ের অনাবিল আনন্দ। আর এরই সঙ্গে দেব লিখেছেন, ''আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এই পবিত্র উৎসবের দিনে আমায় রাখি বেঁধে দিলেন! অত্যন্ত সম্মানিত হয়েছি আমি! অজস্র ধন্যবাদ, দিদি!''

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন