আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ 'এয়ারল্যান্ডার-১০' প্রথমবারের মতো উড্ডয়ন করেছে। গতকাল যুক্তরাজ্যের কার্ডিংটন শহর থেকে ৪দিনের যাত্রা শুরু করেছে এই উড়োজাহাজটি । দীর্ঘ ৮৫ বছরের চেষ্টার পর এ সাফল্য পেল ব্রিটেন। তার আগে ১৯৩০ সালের অক্টোবরে আর-১০১ উড্ডয়নের চেষ্টা করেছিল। তবে সে যাত্রায় যুক্তরাজ্য থেকে ফ্রান্সে পৌঁছানোর পর সেটি ভেঙে পড়ে। ওই দুর্ঘটনায় নিহত হন প্রায় ৪৮ যাত্রী। তারপর দীর্ঘদিন এই গবেষণা বন্ধ রেখেছিল ব্রিটিশ সরকার ।
সূত্রে জানা গেছে, ৯২ মিটার দীর্ঘ এয়ারল্যান্ডার-১০ তৈরি করেছে হাইব্রিড এয়ার ভেহিকলস (এইচএভি) কর্তৃপক্ষ। ১৩ লাখ ঘনফুট হিলিয়ামে ১৬ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারবে এটি। কোনো যাত্রী ছাড়া ২ সপ্তাহ এবং যাত্রীসহ ৫দিন আকাশে উড়তে পারবে এ যান ।
ভবিষ্যতে বাণিজ্যিকভাবেও ব্যবহার করা যাবে এয়ারল্যান্ডার-১০। এইচএভি বলছে, মানবিক ত্রাণ বিতরণ, যোগাযোগ ও নজরদারির জন্যও ব্যবহার করা যাবে এটি। তার আগে যান্ত্রিক ত্রুটির কারণে গত রবিবার এ উড়োজাহাজের উড্ডয়ন বাতিল করা হয় ।