News71.com
 International
 18 Aug 16, 02:00 PM
 374           
 0
 18 Aug 16, 02:00 PM

তুরস্কে পুলিশ স্টেশনের সামনে গাড়ি বোমা হামলায় ।। নিহত ৩, আহত ৪০

তুরস্কে পুলিশ স্টেশনের সামনে গাড়ি বোমা হামলায় ।। নিহত ৩, আহত ৪০

 

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কে পুলিশ স্টেশনের সামনে একটি গাড়িবোমা হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন আরো ৪০জন। গতকাল দেশটির ইরানি সীমান্তের কাছে পূর্বাঞ্চল প্রদেশে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় মাধ্যম ।

সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে তখনেই পুলিশ ও অ্যাম্বুলেন্স পৌঁছে গেছে। স্থানীয় একজন গভর্নর জানান, তারা এখনও নিশ্চিত নন ঠিক কতজন পুলিশ কিংবা সাধারণ মানুষ নিহত হয়েছে। সংবাদমাধ্যম জানায়, থানা ও ব্যারাককে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে নিহত হয়েছে ৩ জন এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আঙ্কারায় সরাসরি টেলিভিশনে দেওয়া এক ভাষণের সময় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেন নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন