আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কে পুলিশ স্টেশনের সামনে একটি গাড়িবোমা হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন আরো ৪০জন। গতকাল দেশটির ইরানি সীমান্তের কাছে পূর্বাঞ্চল প্রদেশে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় মাধ্যম ।
সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে তখনেই পুলিশ ও অ্যাম্বুলেন্স পৌঁছে গেছে। স্থানীয় একজন গভর্নর জানান, তারা এখনও নিশ্চিত নন ঠিক কতজন পুলিশ কিংবা সাধারণ মানুষ নিহত হয়েছে। সংবাদমাধ্যম জানায়, থানা ও ব্যারাককে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে নিহত হয়েছে ৩ জন এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আঙ্কারায় সরাসরি টেলিভিশনে দেওয়া এক ভাষণের সময় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেন নি।